সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর হামলায় নিহত ২২

0
25

সিরিয়ার ইদলিবে পৃথক দুই হামলায় ২২ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ হামলার জন্য সরকারি ও রুশ বাহিনীকে দোষারোপ করেছে সিরিয়ান সিভিল ডিফেন্স। বুধবার (২০ নভেম্বর) হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরীয় স্বেচ্ছাসেবী মেডিক্যাল গ্র“প সিরিয়ান সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।হোয়াইট হেলমেটস জানায়, বুধবার ইদলিবের কাহ গ্রামের এক শরণার্থী শিবিরে সিরীয় সরকারি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

গ্রুপটি জানায়, আলেপ্পোর কাছের এক ঘাঁটি থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা যায় এমন ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।হোয়াইট হেলমেটসের মুখপাত্র আহমেদ ইয়ারজি জানান, নিহতদের মধ্যে ১০ শিশু ও তিন নারী রয়েছেন।সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি এক বিবৃতিতে জানায়, দু’টি মিসাইল একটি প্রসূতি হাসপাতালের ২৫ মিটারের মধ্যে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাসপাতালের ৪ সদস্য। এতে হাসপাতালের বেশ ক্ষতি হয়েছে এবং রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।এপ্রিলের পর থেকে হওয়া হামলাগুলের মধ্যে এটি ৬৫তম। এরমধ্যে ৪৭টি হামলার লক্ষ্যবস্তু ছিল চিকিৎসাসেবা সংশ্লিষ্ট স্থাপনা।

এদিকে বুধবার ইদলিবের দক্ষিণে মারাত আল-নুমান শহরে রুশ বাহিনীর এক বিমান হামলায় ছয় জন নিহত হয়েছেন।স্থানীয় হোয়াইট হেলমেটসের স্বেচ্ছাসেবী আহমেদ শেইখু জানান, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

২০১১ সালে সিরিয়াতে আরব বসন্তের প্রভাবে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে সিরীয় সরকার তা সশস্ত্রভাবে দমনের পদক্ষেপ নেয়। এতে দীর্ঘ গৃহযুদ্ধের কবলে পড়ে দেশটি। আট বছরের এ গৃহযুদ্ধে প্রায় তিন লাখ ৭০ হাজার সিরীয় নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here