শেরপুরে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

0
0

শেরপুরে শ্রীবরদী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে।সোমবার ভোরে এবং দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয় বলে শ্রীরবদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান।

নিহতরা হলেন- উপজেলার মেঘাদল বকুলতলা গ্রামের সুরুজ আলী ওরফে বঙ্গসুরুজর ছেলে উকিল মিয়া (২৫) ও একই মাটিকাটা এলাকার আজিজুল হক মেম্বারের ছেলে (২৫) খোকন মিয়া।

স্থানীয়রা জানান, গরুর ঘাস সংগ্রহের জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে উকিল আহত হন।পরে সীমান্তের সিংগাবরুনা ইউনিয়নের পানবাড়ি রাবার বাগান এলাকায় আসার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর ৫টার দিকে বিএসএফ উকিলের লাশ উদ্ধার করে।

এরপর বেলা ৩টার দিকে পানবাড়ি রাবার বাগানের অদূরে মারেংপাড়া এলাকা থেকে খোকনের লাশ উদ্ধার করা হয় বলে শ্রীরবদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান।কর্ণঝোড়া ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here