ওহে সমরেশ বাবু,আমি দীপা বলছি
আমি সাতকাহন এর দীপাবলী হতে চাইনি কখনো।
কিন্তু বিধাতার কি মর্জি,
কখন যে দীপাবলী হয়েছি
টের ই পাইনি একদম।
যুগে যুগে দীপাবলী রা –
শুধু সমাজ সংসারে বলি হয়ে এসেছে।
যদিও সে উপন্যাসের নায়িকা,
তবুও দিন শেষে দীপাবলী এক ব্যর্থ সৈনিক।
মাঝে মাঝে মনে হয় সমরেশ বাবু বোধ হয় ,
আমাকে ভেবেই দীপাবলী কে সৃষ্টি করেছেন।
যদিও এই দীপা রা যুগে যুগেই ছিল।
আমি কখনোই কোনো উপন্যাস এর চরিত্র হতে চাইনি।
কিন্তু ভাগ্য আমায় পুরো একটা উপন্যাসে পরিণত করেছে।
সব উপন্যাসের একটা শেষ আছে,
যা কখনোই স্পষ্ট নয়।
আর আমি এমন এক উপন্যাস,
যার পুরোটাই অস্পষ্ট।
সমরেশ বাবু,আমি তোমার দীপাবলী,
চিনতে পেরেছো?
জানো তো, আমার এখন আর এটা স্বীকার করতে একটুও অসস্তি হয় না।
আমি দীপাবলী,সেই দীপা,
যুগে যুগে বলি হয়েও
যে হার মানে নি।
যদিও বা দিন শেষে ,
সে এক পরাজিত সৈনিক।
-তানিয়া তাজ