শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে জয়ী হয়েছেন। রোববার দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা এই নির্বাচনের ফলাফলে তিনি ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গোতাভাবায়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পরাজয় মেনে নিয়ে রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করায় গোতাভায়া রাজাপসেকে অভিনন্দন।
ইসলামপন্থীদের হামলায় ২৬৯ জন নিহত হওয়ার সাত মাস পর শনিবার অষ্টমবারের মতো শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা সহিংসতা ও অভিযোগের মধ্যে ভোট গ্রহণ শেষে রোববার ফল ঘোষণা করা হলো। ভোট গণনা শুরুর পর প্রথম থেকেই সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই ৭০ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে। চীনপন্থী গোতাবায়া শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট’র (এসএলপিপি) প্রধান হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে মাহিন্দা রাজাপাকসের সময় গোতাবায়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গোতাবায়ার মূল প্রতিদ্বন্দ্বী লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা সাবেক প্রেসিডেন্ট রানাসিং প্রেমাদাসার ছেলে। প্রেসিডেন্ট নির্বাচনে এবার মোট ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ১ কোটি ৬০ লাখ ভোটারের জন্য ২২টি নির্বাচনী জেলায় খোলা হয় প্রায় ১৩ হাজার ভোট কেন্দ্র। ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবারের নির্বাচনে প্রার্থী হননি।