লাভজনক মনে না হলে চ্যানেল বন্ধ: ইউটিউব কর্তৃপক্ষ

0
0

ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব চ্যানেলগুলোর জন্য নতুন নীতিমালা চালু করছে কর্তৃপক্ষ। তাদের নতুন নীতিমালা কনটেন্ট নির্মাতাদের চিন্তায় ফেলেছে। ইউটিউবের নতুন নীতিমালায় বলা হয়েছে, কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেল মুছে দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউবের অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন বিভাগে নতুন শর্ত যুক্ত করে বলা হয়েছে, ইউটিউব চ্যানেলের কনটেন্ট বাণিজ্যিকভাবে লাভজনক মনে না হলে ইউটিউব বা গুগল অ্যাকাউন্টের অংশ বিশেষ বা পুরোপুরি বন্ধ করে দিতে পারবে ইউটিউব কর্তৃপক্ষ। ১০ ডিসেম্বর থেকে নতুন নীতিমালা কার্যকর হবে।

ইতোমধ্যে ইউটিউব তাদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন আনার পর গত সপ্তাহ থেকে ব্যবহারকারীদের অবগতির জন্য তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়েছে। যদি কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওর বিজ্ঞাপন থেকে ইউটিউব যথেষ্ট পরিমাণ অর্থ আয় করতে না পারে, তাহলে ওই সকল কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ইউটিউব ডিলিট করে দেবে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই নিয়ম শুধু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নাকি সকল ইউটিউব অ্যাকাউন্টধারীর জন্য কার্যকর হবে। বিশ্লেষকেরা বলছেন, ইউটিউবের নতুন নীতিমালার অর্থ হচ্ছে, ব্যবহারকারীর কনটেন্ট থেকে যদি তারা অর্থ আয় করতে পারে, তবে কনটেন্ট নির্মাতাকে তারা গুরুত্ব দেবে, তা না হলে চ্যানেল বন্ধ।

উল্লেখ্য, ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনার পর বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলগুলোর কিছু না হলেও অনেক অখ্যাত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেল হারায়। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অনেক কনটেন্ট নির্মাতার চ্যানেলে অর্থ আয়ের পথ বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here