ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ! আর মাত্র ক’দিন পরেই পাকা ধান ঘরে উঠবে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন এখন সর্বশান্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা বৃষ্টি ও বাতাসে জেরার সক কয়টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান গাছ পড়ে পানিতে তলিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার ফয়লা, ঘোষনগর, শ্রীরামপুর, আলাইপুর, নরেন্দ্রপুর, কোলা, দামোদারপুরসহ বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাক ধান গাছ পড়ে পানিতে ডুবে গেছে। কালীগঞ্জ কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ১৮ হাজার ৫’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন ছিল ৭৫ হাজার মেট্রিক টন। উপজেলার ফয়লা গ্রামের কৃষক ছানারদ্দিন জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ধানের ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার সব ধান পড়ে পানিয়ে ডুবে গেছে। যেমন আশা করেছিলেন তেমন ফসল ঘরে তুলতে পারবেন না। ঘোষনগর গ্রামের বাদল হোসেন বলেন, আমার দেড় বিঘা জমির সব ধান পড়ে পানিতে তলিয়ে গেছে। এই ধান চাষ দিয়েই আমার সংসার চলে। কিন্তু ভালো ফলন পাবেন না বলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। আলাইপুর গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, ধান সব পেকে গেছে। দু’এক দিনের মধ্যেই কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে বেশ ক্ষতি হয়ে গেল। আবার সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝড়ো বাতাসে অধিকাংশ ধান ক্ষেতে মাটিতে শুয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধানের ক্ষেত মাটিতে পড়ে রয়েছে এসব দেখে কৃষকরা হতাশ হয়ে পড়ছে। কৃষকরা বলছে পাকা ধান পানির উপরে পড়ে থাকলে দানের শিষ বের হয়ে যাবে। আবার চিটে ও হবে বেশি হারে। যে কারণে কৃষকরা বলছে ধানের এবার ব্যাপক ক্ষতি হল একবার পোকার আক্রমণ অন্যদিকে হল বুলবুলের ঝড় ও পানির কারনে। পাশাপাশি লাউ, শিম, মুলা, ফুলকপিসহ অন্যান্য সবজি ক্ষেত ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। কালীগঞ্জ উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জাহিদুল করিম বলেন, উপজেলার অনেক মাঠের ধান পড়ে গেছে। এতে বেশি সমস্যা হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। ধান সব পাকা সুতরাং পানিতে পড়ে গেলেও তেমন ক্ষতি কৃষকদের হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here