গাজীপুরের শ্রীপুরে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে বুধবার এক শ্রমিক নিহত হয়েছে। এসময় অটোরিক্সার অপর ৪ যাত্রী আহত হয়েছে। নিহতের নাম মোঃ আবুল খায়ের (১৭)। সে ময়মনসিংহের ঈশ^রগজ্ঞ উপজেলার পারাগাতাশি গ্রামের জৈনদ্দিনের ছেলে। আবুল খায়ের শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজার এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো এবং ইউনিলিভারের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসি জানায়, শ্রীপুরে একটি পিকআপ বুধবার বেলা ১১টার দিকে বরমী যাচ্ছিল। পথে মাওনা-বরমী সড়কের টেপিরবাড়ী বাজার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি কাত হয়ে যায় এবং অটো রিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। এঘটনায় রিকশার ৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে আবুল খায়ের নিহত হয়। দুর্ঘটনায় আহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাতপাইজেনাটি গ্রামের ইমতিয়াজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), নান্দাইল উপজেলার মৃত নাজিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৩৫) ও কাদিরপুর গ্রামের মৃত আব্দুল রাশেদের ছেলে সুমন (২৯)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ রহমান বলেন, আবুল খায়েরকে মৃত আবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত অটো রিকশা আটক করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।