যশোরে আইনজীবীর স্ত্রীকে হত্যার অভিযোগ

0
40

 

যশোরে এ্যাডভোকেট আমির হোসেনের বিরুদ্ধে তার সোনিয়া বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। সোনিয়ার স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় তাকে হত্যার পর ঘরে লাশ ঝুলিয়ে রাখা হয়। অন্যদিকে স্বামীর স্বজনরা জানান, সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত সোনিয়া বেগমের ভাই রাকিব হোসেন জানান, সদর উপজেলার লেবতলাপূর্বপাড়ার সিরাজ উদ্দিনের মেয়ে সোনিয়া বেগমের সাথে এ্যাডভোকেট আমির হোসেনের সাথে ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে প্রায় মনোমানিল্য ঘটতো। শনিবার সন্ধ্যায় তাকে আমির হোসেন লাঠি দিয়ে মারপিট করেন। এসময় তার মৃত্যু হয়। আমির হোসেন এসময় তার লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়। স্থানীয় ইউপি সদস্য আসলাম হোসেন জানান, এ্যাডভোকেট আমির হোসেন একাধিক বিয়ে করেছে। নির্যাতনের কারণে তার স্ত্রীরা চলে যান। এদিকে খবর পেয়ে লেবুতলা পুলিশের ইনচার্জ এসআই আব্দুল হালিম ঘটনাস্থলে যান। তিনি লাশ উদ্ধার করে গভীর রাতে হাসপাতালে নিয়ে আসেন। রবিবার দুপুরে লাশের ময়নাতদন্ত হাসপাতালে সম্পন্ন হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, সোনিয়া বেগমের ইতোপূর্বে বিয়ে হয়েছিল এক পুলিশ সদস্যের সাথে। স্বামীর মৃত্যু হলে আমির হোসেনকে বিয়ে করেন। ওই ঘরে একটি মেয়ে রয়েছে। তবে, যশোর শহরের লোহাপট্টি এলাকার নুরুননাহার রানু নামের এক নারীকে বিয়ে করেন এ্যাডভোকেট আমির হোসেন। তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। রানু তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ধারায় যশোর কোতয়ালী থানায় মামলা করেন। এছাড়া ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা করেন। থানায় মামলা হওয়ার পর যশোর জেলা আইনজীবি সমিতি তাকে এক বছরের জন্য আদালত চত্ত¡রে নিষিদ্ধ করেন। যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই হাসানুর রহমান ওই মামলার চার্জশিট দাখিল করেন। এসময় আইনজীবী সমিতি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে মামলাটি আদালতে খারিজ হয়েছে বলে নুরুননাহার রানু আপিল করেছেন বলে তিনি দাবি করেন। আর টাকা আত্মসাত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here