আমি আর বাঁধবনা খোঁপায় ফুল – আমেনা ফাহিম

0
0

আমি আর বাঁধবনা খোঁপায় ফুল

আপনাকে তো আমি মনে রাখিনি
তবে ভুলে যাবো কেনো!
আপনার সরলতা,,ভদ্রতা,,আপনার ব্যক্তিত্ব
একদম অন্যরকম।
আপনার বিশ্বাস,,আপনার মুল্যবোধ,,দৃষ্টিকোণ
যে কোনো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়।
আপনাতে আমি সবসময় মুগ্ধ হই।
আপনি কি জানেন? আপনি কেমন ছায়ার মতন
আমার চারিপাশটা জুড়ে সবসময় থাকেন।
আপনাকে তো আমি মনে রাখিনি
তবে ভুলে যাবো কেনো!

আপনার গান আমি রোজ শুনি
সেদিন আমার অনুরোধে প্রিয় গানটি গেয়েছিলেন
“আকাশের ঐ মিটিমিটি……নাইবা তুমি এলে”
রোজ রাতে বারান্দার কোনে মাথা রেখে
জোছনার জলে স্নান করি,,আর গানটা শুনি।
আপনাতে আমি সবসময় মুগ্ধ হই।
আপনি কি জানেন? আপনি কেমন ছায়ার মতন
আমার চারিপাশটা জুড়ে সবসময় থাকেন।
আপনাকে তো আমি মনে রাখিনি
তবে ভুলে যাবো কেনো!

আপনার লেখা শেষ কবিতাটি যেনো আমারই জীবন
প্রথম লাইনগুলো বড় বেশি হৃদয়স্পর্শী
“যদি ভুলে যেতে চাও
তবে ভুলে যাও
আমি আর বাঁধবনা খোঁপায় ফুল”
আচ্ছা বলুন তো? মনে রাখা সহজ? নাকি ভুলে যাওয়া সহজ?
নাকি দুটোই কঠিন! জানা নেই।
আপনি কি জানেন? আপনি কেমন ছায়ার মতন
আমার চারিপাশটা জুড়ে সবসময় থাকেন।
আপনাকে তো আমি মনে রাখিনি
তবে ভুলে যাবো কেনো!

আমেনা ফাহিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here