মাদারীপুরে শত বছরের কবরস্থান রক্ষায় একজোট এলাকাবাসী

0
0

মাদারীপুরে দুই মুক্তিযোদ্ধার কবরসহ প্রায় এক‘শ বছরের একটি পারিবারিক কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী লোকমান হোসেন পুস্তির বিরুদ্ধে। শত বছরের কবরস্থানকে রক্ষায় একজোট হয়েছে এলাকাবাসী। দিচ্ছে মানববন্ধনসহ একাধিক প্রতিবাদ সভা সমাবেশ।

এলাকাবাসী ও ভূক্তভোগিদের সাথে আলাপ করে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরনাচনা মৌজায় ২১৬ খতিয়ানে ৪৬২ দাগে কবরস্থান এবং ৫১৬ দাগে সরকারী প্রতিষ্ঠানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। মামলায় স্বাক্ষীদের জবানবন্দী গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এখন শুধু রায়ের অপেক্ষা। আদালতে মামলা চলমান অবস্থায় লোকমান হোসেন পুস্তি ও তার বাহিনী নিয়ে রাতের আধারে কবরস্থানের উপর একটি দোচালা ঘর এবং ১৯টি কবরসহ বাউন্ডারী দিয়ে দখলের পায়তারা করছে। এ ছাড়াও ৫১৬ দাগে সরকারী প্রতিষ্ঠান ফ্লাটশেল্টারের জমি দখল করে ঘর নির্মাণ করে। পরবর্তীতে আদালত দুই বার উচ্ছেদ করে। বর্তমানে সেই সরকারী জমিতে ঘর সির্মাণ করে বসবাস করছে। ফ্লাটশেল্টারের ২৫ শতাংশ জমি মন্ত্রী পরিষদ সচিবের নামে পক্ষে জেলা প্রশাসক, ৩৯ শতাংশ জমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব পক্ষে জেলা প্রশাসক, মাদারীপুরের দানপত্র দলিল আছে। মসজিদ ও কবরস্থানের জন্য ৭ শতাংশ জমি দানপত্র করা হয়েছে। এ সব দলিলাদী জজ আদালতে দাখিল করা হয়েছে। এ অবস্থায় লোকমান হোসেন পুস্তি আদালত অবমাননা করে তার দখলবাজী অব্যাহত রেখেছে বলে জানান এলাকার শতাধিক নারী-পুরুষ।

এরই মধ্যে করবস্থান রক্ষায় সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এসব কর্মসূচি নেতৃত্বে দিচ্ছেন কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক পুস্তি, মো: আবদুস সালাম পুস্তি, মহিউদ্দিন পুস্তি, মো: দাদন পুস্তি, হাসিয়া বেগম, সাহেদা বেগম, মাকসুদা বেগম প্রমুখ। এদিকে অভিযোগের ব্যাপারে লোকমান হোসেন পুস্তির একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহারিত মোবাইল বন্ধ পাওয়া গেছে।

সাবরীন জেরীন,মাদারীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here