গাজীপুরে ভাগ্নের হাতে খালা খুন, খালু আহত ॥

গাজীপুরে বন্ধুদের নিয়ে বেড়াতে এসে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার ভাগ্নে। এ ঘটনা দেখে ফেলায় নিহতের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পেটে আঘাত করে পালিয়ে যায় ভাগ্নে হোসেন বেপারী (১৪) ও তার বন্ধুরা। রবিবার এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রীনা আক্তার (৫০)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম বিলাশপুরের শহীদ নিয়ামত সড়ক এলাকার সিদ্দিক বেপারীর (৫৫) স্ত্রী।

পুলিশ এবং আহতের ভাই গফুর বেপারীসহ স্বজনরা জানান, ভোলা জেলা সদর থানার ধনিয়া এলাকার হামিদ বেপারীর ছেলে সিদ্দিক বেপারী একই জেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকার তাছির আহমেদের মেয়ে রীনা আক্তারকে বিয়ে করেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম বিলাশপুরের শহীদ নিয়ামত সড়ক এলাকার নিজস্ব নির্মাণাধীণ ৫ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করেন সিদ্দিক বেপারী। সিদ্দিক-রীনা দস্পতির ৩ ছেলের মধ্যে বড় দুই ছেলে মানিক ও সোহেল সৌদী প্রবাসী। ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে একই ফ্ল্যাটে থাকেন। সিদ্দিক বেপারীর বড় ভাই হামিদ বেপারী বিয়ে করেন রীনা আক্তারের পালিত বোন কুহিনুরকে। হামিদ বেপারী স্বপরিবারে ঢাকার আশুলিয়া থানার চারাবাগ এলাকায় বাস করেন।

নিহতের ছেলে দেলোয়ার এবং পুত্রবধু হেনা ও ইভা জানান, শনিবার দুপুরে হামিদ বেপারীর ছেলে হোসেন বেপারী (১৪) তার দু’বন্ধুকে নিয়ে গাজীপুরে খালা রীনার বাসায় বেড়াতে আসে। হোসেন ঢাকার আশুলিায় থেকে একটি স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করে। তারা রাতের খাবার সেরে ওই বাসার একটি কক্ষে শুয়ে পড়ে। রবিবার সকাল ৭টার দিকে বাসার সবাইকে ঘুমন্ত অবস্থায় রেখে সিদ্দিক বেপারী ছাদ বাগানের গাছে পানি দিচ্ছিলেন। এসুযোগে দেলোয়ারের কক্ষের দরজা বাইরে থেকে আটকিয়ে হোসেন বেপারী তার বন্ধুদের সহযোগিতায় শয়নকক্ষে ঢুকে খালা রীনা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে। এতে ঘটনাস্থলে রীনা নিহত হন। এসময় ছাদ থেকে নেমে এসে এ ঘটনা দেখে ফেললে হোসেন ও তার বন্ধুরা সিদ্দিক বেপারীকেও ধরে রশি দিয়ে বেধে ফেলে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিক বেপারীর পেটে ও গলায় আঘাত করতে থাকে। সে নিহত হয়েছে ভেবে ঘাতকরা দেলোয়ারকেও হত্যার জন্য এগিয়ে যাওয়ার সময় আহত সিদ্দিক ডাক চিৎকার শুরু করে। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ঘাতকরা ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিদ্দিক বেপারী ও রীনাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রীনা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায়।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় কুমার দাস জানান, সিদ্দিক বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাজীপুর মে্েট্টা পলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মোঃ শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টির তদন্ত চলছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here