গাজীপুরে বাড়ি ঘর ও দোকানপাট ভেঙ্গে রাস্তা-সড়ক প্রশস্তকরণের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবীতে মানব বন্ধন ॥

0
0

গাজীপুরে বাড়ি ঘর ও দোকানপাট ভেঙ্গে রাস্তা-সড়ক প্রশস্তকরণের প্রতিবাদে ও ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের শিমুলতলীর এটিআই গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টব্যপী এ কর্মসূচিতে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম কালু ও আওয়ামীলীগ নেতা রুমা আক্তারসহ শতাধিক এলাকাবাসী সড়কের দু’পাশে দাঁড়িয়ে এ কর্মসুচিতে অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, রাস্তা-সড়ক প্রশস্ত করন বা সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে আমাদের কোন বাঁধা নেই। তবে উন্নয়ন করতে গিয়ে সাধারণ মানুষের যে ক্ষতি হবে তা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে দেখতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় রাস্তা-সড়ক প্রশস্তকরণ করতে গিয়ে ক্ষতিপূরণ প্রদানের কোন আশ^াস না দিয়েই মানুষের বাড়ি ঘর ও দোকানপাট ভেঙ্গে দেওয়া হচ্ছে। এতে নগরবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য ক্ষতিগ্রস্থ নগরবাসীকে ক্ষতিপূরণ প্রদানের জন্য বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দাবী জানান। এব্যপারে তারা প্রধানমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপও কামনা করেছেন।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here