ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোওয়াহহেদি কেরমানি বলেছেন, যুদ্ধের ক্ষতিপূরণের নামে গত ১৬ বছর ধরে প্রতিদিন ইরাকের দশ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি তেল লুট করছে যুক্তরাষ্ট্র। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের। শুক্রবার তেহরানের জুমা নামাজের খুতবায় তিনি বলেন, মুসলিম দেশ ইরাকে চলমান অর্থনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র। পশ্চিমারা এই অঞ্চলে গণ-আন্দোলনের নামে দাঙ্গা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেন, ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রকাশ্যে সহিংসতাকে মদদ দিচ্ছেন। এছাড়া তিনি সহিংসতা নিয়ন্ত্রণ না করার জন্য ইরাকের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট কোনও কোনও রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় হামলা চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এই অপরাধীদের থেকে দূরে থাকা। তাদের উচিত ইরাকের সংকট সমাধানে গুরুত্ব দেয়া। মোওয়াহহেদি লেবাননের সাম্প্রতিক ঘটনার বিষয়ে বলেন, জনগণের সমস্যার প্রতি সরকারের উদাসীনতাই দেশটির বিক্ষোভের মূল কারণ। জনগণের স্বার্থের চেয়ে বাইরের কোনও শক্তির স্বার্থকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।