শুক্রবার ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী-সিএসএফ এর সদস্য ব্যাগটি জব্দ করে। প্রাথমিক ভাবে ইভিডি যন্ত্র এবং একটি প্রশিক্ষিত কুকুর দ্বারা পরিক্ষা করে ধারণা করা হচ্ছে ব্যাগটিতে আরডিএক্স বিস্ফোরক রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে আরো পরীক্ষা করে দেখা হবে, আপাতত ব্যাগটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। পিটিআইয়ের এক প্রতিবেদনে নএকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই ব্যাগে একটি হাতে তৈরী বোমা বা আইআইডি থাকতে পারে। পুলিশের সহকারী কমিশনার সঞ্জয় ভাটিয়া বলেন, ব্যাগটি সিআইএসএফের সহায়তায় সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এটি এখনো খোলা হয়নি, মনে হচ্ছে এর ভিতর কিছু বৈদ্যুতিক তার রয়েছে।
পুরো বিমান বন্দর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যাগটি পাওয়ার পর বিমান বন্দরের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে সিআইএসএফ এবং দিল্লির পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালায় এবং ভোর ৪ টায় তল্লাশি শেষ করে সাধারণ যাত্রীদের যেতে দেয়া হয়।