যশোরের সীমান্ত এলাকায় দুটি অভিযান চালিয়ে ৬ কেজি ১৪ গ্রাম ওজনের ৬৯টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৯)-এর একটি বিশেষ দল। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ ৪৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় ৪৯ বিজিবি’র ইন্টিলিজেন্স দল জানতে পারে যে, একজন স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করবে। এরপর সাদিপুর এলাকায় আজ ভোরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বেলতলা মোড় থেকে আটক করা হয়। পরে তল্লাশি করলে তার পরনের লুঙ্গির সঙ্গে কোমড়ে পেঁচানো অবস্থায় রাখা ৩ কেজি ৮২ গ্রাম ওজনের স্বর্ণ (৪৯টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়। ওই স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৯১ লাখ টাকা। মো. মোমিন চৌধুরী (৬০) নামের ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায়, তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ সকাল সাড়ে ৯টায় আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. আশেক আলীর নেতৃত্বে যশোর থেকে বেনাপোলগামী একটি লোকাল বাস তল্লাশি করে মো. নুরুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ৩২৯ গ্রাম (২০টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো আসামির পায়ের সঙ্গে বিশেষ ব্যবস্থায় বাঁধা ছিল। উদ্ধার করা স্বর্ণের বার ও আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন চলছে।