রূপনগরে গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫, আহত ৮

0
33

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন। আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রূপনগরের ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তিন শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর হবে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রাসেল সিকদার জানান, বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here