ভোটাভুটির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। প্রথম বিশ^যুদ্ধের সময় অটোম্যান তুর্কিরা এই গণহত্যা চালিয়েছিলো। এমন সময় এই সংবেদনশীল ঘোষণা এলো, যখন তুরস্ক-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, এই সিদ্ধান্ত নিহতদের সম্মানিত করেছে। এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের জাতীয় দিবসের দিন। দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি সিরিয়ায় চালানো তুরস্কের সামরিক হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে। ১৯১৫-১৬ সালে পূর্ব আনাতোলিয়া থেকে সিরিয় মরুভুমি ও অন্যান্য স্থানে সরিয়ে নেয়ার সময় কয়েক লাখ সিরিয়র মৃত্যু ঘটে। তাদের মৃত্যু হয়েছিলো খাবারের অভাব ও বিভিন্ন রোগে। তবে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। আর্মেনিয়ানদের দাবি এই সংখ্যা ১৫ লাখ। আর তুর্কি প্রজাতন্ত্রের দাবি ৩ লাখ। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইট স্কলারস (আইএজিএস) এর মতে সংখ্যাটি ১০ লাখের বেশি। মার্কিন কংগ্রেসে এই প্রস্তাবটি ৪০৫-১১ ভোটে পাস হয়। গত কয়েকদশকের মধ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কোনো গণহত্যাকে স্বীকৃতি দিলো। বেশ কয়েক দশকে এরকম একাধিক প্রস্তাব পাস হয়নি।