১৯ লাখ ডলারে বিক্রি হলো এক বোতল হুইস্কি

0
0

২৪ অক্টোবর বিক্রি হওয়া বোতলটি এখন পর্যন্ত বিশে^র সবচেয়ে দামি মদ। এটি ৬০ বছরের পুরাতন ম্যাককালান ফাইন অ্যান্ড রেয়ার ১৯২৬। তবে এই ব্যাচেরই আরেকটি বোতল লন্ডনের ক্রিস্টি নিলামঘরে ১২ লাখ ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিলো।

১৯২৬ সালে ভাটিখানায় প্রস্তুত হওয়া এই চালানের কাস্ক নম্বর ২৬৩। এই কাস্কে বোতল ছিলো মাত্র ৪০টি। এর মধ্যে মাত্র ১৪টিকে ফাইন অ্যান্ড রেয়ার লেভেল দেয়া হয়। ব্রিক্রির পর নিলামঘর সদবির মদ বিশেষজ্ঞ জনি ফোওল এক বিবৃতিতে বলেন, ‘নিলাম কক্ষের উত্তেজনা ছিলো ধারণারও বাইরে। এটি বিক্রির পরে আনন্দের হুল্লোড় বয়ে যায়। হুইস্কির ইতিহাসে এটি ছিলো সবচেয়ে উত্তেজনার মুহূর্ত।’

প্রতিটি ১৫ মিলিলিটার হিসেবে ৭৫০ এমএলের বোতলটিতে রয়েছে ৪৫টি পেগ। সে হিসেবে প্রতিটি পেগের মূল্য ৪২ হাজার ডলার! বাংলাদেশি টাকায় এর দাম পরবে ৩৫ লাখ ৫৮ হাজার ১২০ টাকা! এই নিলামের প্রধান দ্রষ্টব্যই ছিলো এই বেতলটি। এছাড়াও নিলাম হয়েছে ৪৬০ সবোতলেরও বেশি হুইস্কি। সব গুলি হুইস্কিই ছিলো এক কালেক্টরের। পুরো কালেকশনটিই বিক্রি হয়ে গেছে। সদবিতে কখনও এর আগে এক মালিকের কালেকশন উঠেনি সথবিতে। সব মিলিয়ে হুইস্কিগুলো বিক্রি হয়েছে ১ কোটি ডলারেরও বেশি মূল্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here