মুক্তি পেলেন রাশিয়ার গুপ্তচর মারিয়া

0
35

গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার ৩০ বছর বয়সী মারিয়া বুতিনাকে ফ্লোরিডার মিয়ামি শহরের একটি মাইগ্রেশন সেন্টারে রাখা হয়েছে। তবে কারাগারের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বেশি কিছু জানা যায়নি বলে তার আইনজীবী রবার্ট ড্রিসকোল জানান। শনিবার মারিয়ার মস্কোয় পৌঁছানোর কথা রয়েছে।

মারিয়া বুটিনাকে যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করে চলতি বছরের প্রথম দিকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিলো। রুশ নারী ও অধিকার কর্মী বুতিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ যে মারিয়া রাশিয়ার সরকারি গোয়েন্দা। সাইবেরিয়ায় জন্ম গ্রহণকারী মারিয়া যুক্তরাষ্ট্রের পড়াশুনার আড়ালে রাশিয়ার সরকারের পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বুতিনার কারদণ্ডের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে বুতিনা রাশিয়ার গোয়েন্দা বিভাগ থেকে কোনো নির্দেশই পালন করেনি। তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করার অভিযোগ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here