পাবনার আতাইকুলার শ্রীকোল থেকে রাজিব হোসেন(২৬) নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি শর্টগান, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত রাজিব আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের আব্দুল কুদ্দুস মৃধার ছেলে ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক আওয়াল কবির জয়ের ছোট ভাই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাদুল্লাপুর ইউনিয়নের গ্রাম কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের মামলার আসামী রাজিবকে গ্রেফতার করে পুলিশ। পরে রাজিবের স্বীকারোক্তি অনুযায়ী তার মৎস্য খামারের একটি ঘর থেকে নিজ হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড শর্টগানের ও ২ রাউন্ড এলএমজির গুলি, একটি ধারালো ছোঁড়া ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
কামাল সিদ্দিকী, পাবনা।