রাজধানীর ধানমন্ডি-৬/এ ঈদগাহ মাঠের পাশে একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনের ধোঁয়ায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু ও একজন অসুস্থ হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ভবনটিতে লাগা আগুন পুরোপুরি নির্বাপিত করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ১১টার দিকে পুরোপুরি আগুন নির্বাপিত করা সম্ভব হয়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় দুইজন শ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, আগুনের ধোঁয়ায় অসুস্থ একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।