সরকারের বাধায় আইনি প্রক্রিয়ায় কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বলেন, এই অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ রাজপথ। দেশে কোনো আইনের শাসন নেই; আছে দলীয় শাসন। সরকার দাবি করে, বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আইনজীবীরা বলেন, আসলে বাংলাদেশ গণতন্ত্রহীনতার রোল মডেল, ভোটবিহীন সরকারের রোল মডেল, রাতের ভোট চুরি রোল মডেল, দুর্নীতির রোল মডেল। ক্ষমতাসীনদের দুর্নীতিরভারে বর্তমান সরকারের পতন হতে বাধ্য বলে মনে করেন আইনজীবী নেতারা।
খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই আইনজীবী সমাবেশ হয়। সমাবেশের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে ও মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তত্ত¡বধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা জয়নাল আবেদনী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এম এ রকিব, গোলাম মোস্তফা, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবীরা।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের কারও কাছে দেন-দরবার করার দরকার নাই। সরকার চায় না বলে তার দেড় বছর হলেও জামিন হচ্ছে না। খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ রাজপথ। যদি রাজপথে আমরা আন্দোলন করি, আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে পারবো, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো।’
শুদ্ধি অভিযান সম্পর্কে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, ‘খালেদ, শামীম, সম্রাটের মতো এই যুবলীগে এখনও কত আছে আন্দাজ করতে পারি। ক্যাসিনোর সঙ্গে মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের কারা জড়িত সরকারের সবাই জানেন। দুর্নীতি এমন গভীরভাবে প্রবেশ করেছে সরকারের পক্ষে মুক্ত হওয়া সম্ভব হবে না। নিজেদের দুর্নীতির ভারে সরকারের পতন হতে বাধ্য।’
একাদশ নির্বাচনের ভোট নিয়ে ‘সত্য কথা’ বলার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে ধন্যবাদ জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘২৯ ডিসেম্বর রাতে সিভিলিয়ন ক্যু করে ক্ষমতা দখল করে সরকার ক্ষমতায় আছে। তাদের কোনো নৈতিক ও সাংবিধানিক অধিকার নাই ক্ষমতায় থাকার বা রাষ্ট্র পরিচালনা করার। দেশে বাক স্বাধীনতা নেই-এর জলন্ত দৃষ্টান্ত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশের জন্য কোনো কিছু নিয়ে আসতে পারেননি বলে মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, ‘যেখানে আমাদের নিজেদের পানির সংকট, শুষ্কমৌসুমে আমাদের পানি থাকে না সেখানে আমাদের ফেনী নদীর পানি দেওয়া হবে ভারতে মানবিক কারণে। আমার দেশের হাজার হাজার কৃষক এই ফেনী নদীর দুই পাশে চাষাবাদ করে জীবনযাপন করেন তাদের মানবিক কারণটা উপেক্ষা করে ভারতকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের একটি চুক্তি সঠিক হয়েছে বলে আমি মনে করি না, বাংলাদেশের কোনো মানুষ এই চুক্তি মানতে রাজি আছে বলে আমি মনে করি না। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার ও সমুদ্র এলাকা পর্যবেক্ষণে রাডার সিষ্টেম সংক্রান্ত দুইটি চুক্তিও দেশের স্বার্থের বিপক্ষে বলে এর কঠোর সমালোচনা করেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘কোনো দলীয় রাজনীতি নয় একজন আইনজীবী হিসেবে অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য জামিন পাওয়া তার অধিকার। সত্যি কথা বলতে কী; সঠিক বিভাগ বিভাগ থাকলে এটা নিয়ে এত বক্তৃতা-বিবৃতি-আন্দোলনের দরকার হতো না। আমি যতদুর জানি, পাকিস্তানের নওয়াজ শরীফ অসুস্থ থাকার জন্য তাকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়া মানে মুক্তি নয়। একজন বয়স্ক মহিলাকে যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন চিকিৎসার জন্য তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তাকে জামিন না দেওয়া অত্যন্ত অমানবিক।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল করে মানুষকে নির্যাতন করা হচ্ছে। আবরারকে পিটিয়ে মারা হয়েছে। এটা সারা দেশের এরকম নির্যাতন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মেয়েরা ধর্ষিতা হচ্ছে। কারণ কী? দেশ একটা অরাজগ পরিস্থিতির মধ্যে রয়েছে। আইন নেই, বিচার নাই, আছে শুধু পুলিশের ক্ষমতা। ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি লুট করেছে, সম্পদ করেছে, সম্রাট -সম্রাট হয়েছে তা প্রকাশ পেয়েছে। দেশব্যাপী চলছে নৈরাজ্য। আজকে সরকারের ভেতরের চিত্র প্রকাশ পেয়েছে। উন্নয়নের রাজনীতির নামে তারা কী করেছে তা এখন তাদেরই লোকের মাধ্যমে জাতির সামনে প্রকাশিত হচ্ছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জোয়ারে সরকার কিন্তু ফেঁসে যাচ্ছে।’