সুষ্ঠু তদন্ত ছাড়াই ময়মনসিংহের মুক্তিযোদ্ধা নূরুল আমীন কালামের নামে তুচ্ছ একটি মারামারির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ এনে মামলার চার্জশিট দেওয়ার অভিযোগ উঠেছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব আলী। একজন মুক্তিযোদ্ধার নামে এরকম মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ায় ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই মামলার চার্জশিট বাতিল এবং ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, মামলাটিতে বলতে গেলে কোনো তদন্তই করেননি এসআই সোহরাব। বাদী যেভাবে বলেছেন, তিনি সেভাবেই অভিযোগপত্র দিয়েছেন। তবে এসআই সোহরাব আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাক্ষীরা যেভাবে বলেছে, আমি সেভাবেই তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছি।’ এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘আইও (তদন্তকারী কর্মকর্তা) তদন্ত রিপোর্ট করেছেন, আমি শুধু সেখানে স্বাক্ষর দিয়েছি।’
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৬ মে ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মেহেদী কায়সার মিশু বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিদের মধ্যে সাউথকান্দা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল আমীন কালামের নামও রয়েছে। কিন্তু ঘটনার সময় তিনি ময়মনসিংহ শহরে জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে সভা করছিলেন। নিজ গ্রামে মারামারির খবর শুনে সন্ধ্যার পর ত্রিশাল সদরে যান তিনি। কিন্তু মামলায় উল্লেখ করা হয় কালাম মারামারির সময় লাঠি দিয়ে বাদীদের একজনকে পিটিয়েছেন।
জানা গেছে, পুলিশ তড়িঘড়ি করে গত মে মাসের ২২ তারিখেই মামলার চার্জশিট দিয়ে দেয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে অভিযোগপত্রটি আদালতে আসে। বিষয়টি অবহিত হয়ে এরপর আদালতে হাজির হয়ে মামলায় জামিন নেন কালাম।
স্থানীয়রা আরও জানান, এ মামলায় চার্জশিটে থাকা অন্তত ছয়জন ঘটনাস্থলেই ছিলেন না। মামলার ৯ নম্বর আসামি নুরুল আমীন কালামের ছোট ভাই সাবেক জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুল আমীন ঘটনার সময় ত্রিশাল উপজেলা সদরে নিজ চেম্বারে রোগী দেখছিলেন। এরকম আরও কয়েকজন মারামারির সময় বাড়িতেই ছিলেন না। এ বিষয়ে মুক্তিযোদ্ধা কালাম বলেন, ‘ঘটনার সময় আমি যে ময়মনসিংহ শহরে ছিলাম এটা দিনের আলোর মতো স্পষ্ট। এরপরও পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় আমি বিস্মিত।’