মহালছড়ি জ্ঞানোদয় বনবিহারে ১৭তম মহান দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মহালছড়ি জ্ঞানোদয় বন বিহারে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭তম মহান দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। ২৩ ও ২৪ অক্টোবর দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানের প্রথম দিনে ২৩ তারিখে বিকাল ৬ টার সময় ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কঠিন চীবর ( ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) বুনন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবীর।

২৪ তারিখে সকাল ৯ টায় প্রথম পর্বে শুরু হয় কঠিন চীবর দান অনুষ্ঠানের মূল অনুষ্ঠান। সকাল ৯ টার সময় উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পঞ্চশীল প্রার্থনা করেন অত্র বিহারের সহ-সভাপতি ইন্দু বিকাশ চাকমা। পঞ্চশীল প্রদান করেন রাংগামাটি রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবীর।এরপর বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিবিধ দান করা হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবীরের সভাপতিত্বে সংঘ প্রধান ও রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবীর সহ অন্যান্য ভিক্ষুগন উপস্থিত ছিলেন, দায়কের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, আরো উপস্থিত ছিলেন মহালছড়ি ইউএনও প্রিয়াংকা দত্তসহ মহালছড়ির বিভিন্ন এলাকার দায়ক/দায়িকা বৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিহারের সভাপতি ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য বাসন্তি চাকমা ও প্রিয়াংকা দত্ত। সংসদ সদস্য তার বক্তব্যে বলেন ধর্ম যার তার উৎসব সবার। এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির মিলন ঘটেছে। তিনি অত্র বিহারের উন্নতি কল্পে এককালীন এক লক্ষ টাকা সহযোগিতা দেয়ার আশ্বাস দেন এবং বিহারের রাস্তাটির উন্নতি কল্পে অর্থ বরাদ্ধ দেওয়ারও আশ্বাস প্রদান করেন।

বিকাল ২ টার সময় শিল্পী প্রিয়াংকা চাকমা ও তপন বিকাশ চাকমার সহযোগিতায় একইভাবে ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। ইমন চাকমা ও অন্তরা খীসার সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রথমে ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।পঞ্চশীল প্রার্থনা ও গ্রহনের পর ভিক্ষুসংঘকে চীবর দান, কল্পতুরু দান, আকাশ প্রদীপ দান, হাজার প্রদীপ দান, বুদ্ধ মূর্তি দান ও নানাবিদ দান করা হয়। এর আগে জগতের সকল প্রাণির মঙ্গলার্থে এক মিনিট ভাবনা (ধ্যান) করা হয়।
এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাটি সংঘাট বন্ধে পোস্টার প্রদর্শন ও বাংলাদেশ তথা বিশ্বের সকল প্রানীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এরপর বিশিষ্ট দায়ক বাবু স্নেহাশীষ বড়ুয়া ও শ্রীমতি শুক্লা বড়ুয়ার ( আমেরিকা প্রবাসী) পক্ষে সাম্মা দিটঠি ফাউন্ডেশন, জ্ঞানোদয় বন বিহার শাখা রাংগামাটি রাজবন বিহারের অধ্যক্ষ ও সাম্মা দিটঠি ফাউন্ডেশনের উপদেষ্টা প্রজ্ঞালঙ্কার মহাস্থবীর সহ নব মহাস্থবীর জ্ঞানোদয় বনবিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবীর ও রাজবন বিহারে অবস্থানরত কল্যাণ মিত্র মহাস্থবীরকে মহাস্থবীর হিসেবে বরণ ও শ্রাবস্তী অরন্য কুঠিরের (জাহানাথলি, নানিয়ারচর) অধ্যক্ষ সমাধি আলো ভিক্ষুকে স্থবীর হিসেবে বরণ করে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বুদ্ধের শাসনে পুত্র দান করায় অভিভাবকদেরকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও কম্বল বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাংগামাটি রাজ বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবীর, নানিয়ারচর রত্নাঙ্কুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবীর, ও পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসনরক্ষিত মহাস্থবীর।
ধর্মীয় দেশনায় ভিক্ষুরা সবাইকে বুদ্ধের পথ অনুসরণ করে ধর্মীয় নিয়ম কানুন মেনে চলার আহবান জানান। এছাড়াও কঠিন চীবর দানের ফল সম্পর্কে দেশনা প্রদান করেন ভিক্ষুরা।

উল্লেখ্য যে, কথিত আছে বুদ্ধের সময়ে বিশাখা কতৃক প্রবর্তিত হয় এই কঠিন চীবর দান। ভিক্ষুদের জন্য এক দিনের ভিতর চীবর তৈরি করে ভিক্ষুসংঘকে দান করা হয় এই কঠিন চীবর । তখন থেকেই বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস ব্যাপি বর্ষাবাসের পর প্রতিবছর একমাস ব্যাপি বৌদ্ধরা পালন করে আসছে এই কঠিন চীবর দানানুষ্টান।

কলিন চাকমা,(খাগড়ছড়ি) মহালছড়ি প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here