আমিও মানুষ -আমেনা ফাহিম

0
0

আমিও মানুষ

মানুষের মাঝে থাকার চাইতে প্রকৃতির মাঝে থাকাই শ্রেয়
মানুষকে ভালোবাসতে বাসতে জানলাম
ভালোবাসা বলে কিছুই নেই
মানুষের প্রতি উদার হতে হতে জানলাম
উদার হতে নেই।
আবরার একজন মানুষ ছিলো
আবরারকে যারা মধ্যযুগীয় বর্বরতায়
নির্মভাবে হত্যা করলো! ওরাও মানুষ
বিশ্বজিৎ,,নুসরাত,,তনু,,রিফাতসহ কতোমুখ
তো আমরা ভুলেই গেছি,
তোমরা বলো, মানুষ মানুষের জন্য
যদি তাই হয়! আমার চারিপাশে তবে এরা কারা!

মানুষের মাঝে থাকার চাইতে প্রকৃতির মাঝে থাকাই শ্রেয়
মানুষের মাঝে বাঁচতে গিয়ে জানলাম
বেঁচে থেকেও আমি প্রানহীন
মানুষের কাছে মানুষ হতে গিয়ে শিখলাম
মনুষত্ব্য হারিয়েছি সেই কবে।
আজকাল খবরের কাগজ জুড়ে
কেবলই শুধু মৃত্যর মিছিল
কেবলই বঞ্চনা, শহর জুরে বন্ধ্যা সমাজের আলপনা
রাজপথে কলঙ্কিত হয় স্বাধিকার
মানুষ বাকরুদ্ধ,,মানুষের অস্তিত্ব পরিচয়হীন
তোমরা বলো, মানুষ মানুষের জন্য
যদি তাই হয়! আমার চারপাশে তবে এরা কারা!

সকল যন্ত্রনা,,সকল বঞ্চনা, রুদ্ধ দুয়ারে আমৃত্যু যাতনা
সকল ক্লান্তি বক্ষে ধরে পরিশেষে তবুও আমি মানুষ
তোমরা বিশ্বাস করো! তবুও আমি মানুষ
আমি মানুষ হয়ে বাঁচতে চাই
নির্জীব, নিষ্প্রান তো আমি নই!
আমাকে মানুষের মতো বাঁচতে দাও
আমি মানুষ হতে চাই, মানুষ।

-আমেনা ফাহিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here