খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার গভীর রাতে তাকে তার দোলখোলা লেনের বাসা থেকে তাকে ডেকে থানায় আনা হয়। ভোলা পুলিশ ও জনতা সংঘর্ষকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোষ্ট দেয়ার কারণে তার বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
খুলনা মহানগরীর সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, সদর থানার এসআই শরিফুল আলম ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন। ফেসবুকে ভোলার ঘটনা নিয়ে পুলিশ কর্মকর্তাদের ছবি যুক্ত করে উসকানিমূলক পোস্ট দেয়া হয়েছে। তাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, সাংবাদিক মুনির উদ্দিনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।