এবার সিরিয়া থেকে ব্রিটিশ সেনাও প্রত্যাহার

0
33

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একই পথ অনুসরণ করেছে ব্রিটেন। ব্রিটিশ স্পেশাল ফোর্সকে সিরিয়া থেকে বাধ্যতামূলকভাবে প্রত্যাহার করা হয়েছে। রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ঘোষণা দেন যে, সিরিয়া থেকে ১০০০ সেনা প্রত্যাহার করে ইরাকের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে। এর আগে চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সিরিয়া তুরস্ক সীমান্ত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সামরিক অভিযান চালানোর পথ খুলে দেয় তবে এতে সিরিয়ার ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্তের পর সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করলে ব্রিটিশ সেনারা আতঙ্কিত হয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার তাদের স্পেশাল ফোর্স সিরিয়া থেকে প্রত্যাহার করে নেয়।

ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি ইন্ডিপেন্ডেন্ট’ গত ১৭ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের সাবেক শীর্ষ পর্যায়ের একদল সেনা কর্মকর্তা সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানান। এসব সেনাকর্মকর্তা মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। দ্যা টাইমস পত্রিকার প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদক লুসি ফিশার বলেন, সিরিয়ায় বর্তমানে ১০০র কম রয়েছে। চলতি মাসের প্রথমদিকে তিনি এক টুইটার বার্তায় বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের রসদ, পরিবহন ও অবকাঠামোর নির্ভর করে ব্রিটিশ সেনারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here