আবুধাবিতে পাওয়া গেছে আট হাজার বছর আগের মুক্তা

0
0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে পাওয়া গেছে আট হাজার বছর আগের একটি মুক্তা। এটি বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা। খবর ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার। নিওলিথিক যুগের মুক্তাটি ইরাক থেকে আবুধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকরা। আরব আমরশাহীর মারাওয়া দ্বীপে খননের সময় একটি ঘরের মেঝেতে এটি পাওয়া যায়। এর গায়ে যে কার্বনের স্তর ছিল, তা খিস্টের জন্মের পাঁচ হাজার ৮০০ থেকে পাঁচ হাজার ৬০০ বছর আগের। তখনকার বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়, মুক্তাটি তার প্রমাণ বলে মনে করা হচ্ছে। দ্বীপটিতে সিরামিকস ও পাথরের তৈরি নানা জিনিসও পাওয়া গেছে। আগামী ৩০ অক্টোবর থেকে আবুধাবির মিউজিয়ামে মুক্তাটি প্রদর্শিত হবে। আবুধাবির মারাওয়া দ্বীপে ১৬শ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তা পাওয়া যেত। প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতির মূল স্থাপত্য ছিল মুক্তা বাণিজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here