বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রেজাউল করিম তালুকদারের ২য় জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার (২০ অক্টোবর ) বেলা ১১ টায় শিবচর উপজেলার স্থানীয় হাতির বাগান মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুম রেজাউল করিম তালুকদারকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর আগে গতকাল (শনিবার) বাদ আঠর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।
শেষবারের মতো এই নেতাকে দেখতে জাতীয় সংসদের হুইপ ও মাদারীপুর ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী,মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য,শাজাহান খান, ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য, মুজিবুর রহমান নিক্সন,আওয়মীলীগের কেন্দ্রীয় কমিটির স্রম বিষয়ক সদস্য হাবিবুর রহমান শিরাজ, মাদারীপুর জেলা প্রশাসক, ওয়াহিদুল ইসলাম, জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিবচর উপজেলাসহ আশেপাশের উপজেলা থেকে প্রায় লক্ষাধিক বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন, সাংবাদিক, রাজনৈতিক, মানবাধিকারকর্মী ছাড়াও জানাযায় অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া পুস্পস্তবক। শোকব্যানারে পরিপূর্ণ হয়ে যায় জানাযা মাঠসহ পুরা এলাকা। জানাযায় অংশ নিতে আসা বিশিষ্টজনরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়েছেন।
উল্লেখ, মরহুম রেজাউল করিম তালুকদার শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ও শিবচর উপজেলা পরিষদের দুই বার চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালনন করেন। এরই মধ্য শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। গত শুক্রবার (১৮ অক্টোবর) ভোর ৫ টায় ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সাবরীন জেরীন,মাদারীপুর।