ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ গ্রেপ্তার

0
58

তিন কোটি আট লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্স বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সেগুনবাগিচা দুদক কার্যালয়ে রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের কাছে অভিযোগ ছিল ঘুষের কয়েক কোটি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসতো রশীদের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো এসব টাকা কুরিয়ার থেকে তুলতেন স্ত্রী রাজ্জাকুন নাহার। জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক সত্যতা পাওয়ায় রশিদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি দুদকে অভিযোগ আসে, ঢাকায় দুইজন কারারক্ষীর কাছ থেকে নিয়োগ বাণিজ্যের ৫৮ লাখ ও ৩৮ লাখ টাকা ঘুষ নেন রশীদ এবং তার স্ত্রী রাজ্জাকুন নাহার ময়মনসিংহ কারাগারের একজন কর্মকর্তার স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here