জীবন্ত ধ্বংসস্তূপ
কখনো কি জীবন্ত ধ্বংসস্তূপ দেখেছো?
কেউ কি আছো?
নাহ,কি করে দেখবে?
ওটা তো রূপালী রাঙতায় মোড়ানো ,
খুব চক চকে,চোখ ধাঁধানো।
এটা এমন এক ধ্বংসাবশেষ,
যার আছে একটা মিষ্টি মুখ,
মুখে মিষ্টি হাসি।
যাকে দেখে অনেক প্রেমিক হৃদয়
পাগল হয়ে ছুটে আসে।
সে মনে মনে হেসে উঠে,
বলে, ওহে প্রেমিক,
এই আমিকে তোমাদের এত পছন্দ!!!!
অথচ এই তোমাদের মত প্রেমিক পুরুষ রাই-
ক্ষত বিক্ষত করেছে আমায়,
ভালোবাসার প্রহসনে নিজদের কাম চরিতার্থ করতে খুবলে খেয়েছ আমার দেহ,মন,সব, সব।
আর এখন এই রাঙতায় মোড়ানো ধ্বংসাবশেষ কে তোমরা ভালোবাসো?
হা হা হা হা হা হা হা হা হা হা হা ।
কি প্রচন্ড অট্ট হাসি দিচ্ছি আমি।
শুনতে পাও???
না,পাও না।
পেলে হয় তো কেঁপে উঠতে,
তখন নিজেকে প্রেমিক পুরুষ হিসেবে ভাবতেই লজ্জা পেতে।
থাক,তোমাদের আর লজ্জা পেতে হবেনা।
আমি তো শেষ,এক জীবন্ত ধ্বংসস্তূপ,
সেখানে আর কোনো আশা,ভরসা নেই।
নেই ভালোবাসার উষ্ণতা অনুভব করার মত
একটা সুন্দর মন।
এখানে শুধুই আঁধার,
চকচকে রূপালী আভা দেখে ধোঁকা খেও না।
আমি এক জীবন্ত ধ্বংসস্তূপ,
এখানে আছে আমার পঁচা গলা দেহ,
পুড়ে কয়লা হয়ে যাওয়া একটা মন।
রঙচঙে পৃথিবীটা তোমাদের ই থাক।
আমি না হয় এই ধ্বংসস্তূপ হোয়েই থাকি।
?? তানিয়া তাজ