যশোরে ওয়াকিটকিসহ আটক পাঁচ প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের

0
0

সাকিরুল কবির রিটন

যশোরে ওয়াকিটকি নিয়ে আটক পাচ প্রতারকের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। ১৭ অক্টোবর কোতোয়ালী মডেল থানার এসআই আমিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলা নং-৪৯। মামলায় শংকরপুরের লিটনের ছেলে সোহেলকে ১নং ও কোটচাদপুর পৌরসভার সচিব মিঠুর স্ত্রী লিপিকে ২নং আসামী দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামী হলেন আশ্রমরোডের সুমনের ছেলে ওহিদুল, রেলষ্টেশন এলাকার টুকুর ছেলে বাবু ও চাঁচড়া রায়পাড়া এলাকার প্রিয়া।

এসআই আমিরুজ্জামানের দাবী গ্রেফতাকৃতরাসহ যশোর ও চৌগাছার চিহ্নিত কিছু লোকজন যশোর শহর ও বিভিন্ন উপজেলাতে মাদক (ইয়াবা) ও নারী সরবরাহ করে থাকেন।

কিছুদিন আগে যশোর কোতয়ালী মডেল থানার এসআই হাসান লিপি,কোটচাদপুর পৌরসভার সচিব আবুল ফজল এনামুল হক মিঠুসহ আরো দুই যুবক যুবতীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্যরও উদ্ধার করা হয়। সেযাত্রায় কিছুদিন জেলখেটে বেরিয়ে এসে পুনরায় লিপি,মিঠুসহ তার সঙ্গীরা আগের পেশায় ফিরে আসেন।

স্বামী পৌর সচিব মিঠুর সার্বিক সহযোগিতায় সাংবাদিক পরিচয়ে মাদক ও নারী সরবরাহের কাজে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা দাপিয়ে বেড়াচ্ছিলেন লিপি। সেসময় তাকে লাল রং-এর একটি সুজোকি জিকসার মটরসাইকেল চালিয়ে বেড়াতেও দেখাযেতো। দিনআনা দিন খাওয়া হলেও লিপির পোশাক ও মটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে দেখে পরিচিত অনেকেই ধাধায় পড়তেন।

নির্ভরযোগ্য একটি সূত্রের তথ্য অনুযায়ি বেশ কিছুদিন আগে চৌগাছা পুলিশের হাতেও সঙ্গীসহ গ্রেফতার হয়েছিলেন এই লিপি। সেবার তার স্বামী পৌর সচিব মিঠু তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন। এছাড়া লিপির ব্যবহারিত জিকসার মটরসাইকেলটিও মিঠুই কিনে দিয়েছিলেন। লিপিকে বিয়ে করে তার সংগ্রহে থাকা অন্যান্য মেয়েদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে বেড়াতেন পৌর সচিব মিঠু। মুলত মিঠু তার মনোরঞ্জনের জন্যেই লিপিকে বিয়ে করেন।

অন্যদিকে পৌর সচিবকে বিয়ে করে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখতে থাকেন লিপি। পুলিশ জানিয়েছে, আইনের চোখকে ফাকি দিয়ে কখনো সাংবাদিক,কখনো ডিবি পুলিশ কখনোবা সিআইডি পুলিশ পরিচয়ে ভয়ানক সব অপতৎপরতায় লিপ্ত ছিলেন লিপি।

প্যান্ট শার্ট পরে মটরসাইকেলের সামনে প্রেস লিখে ঘুরে বেড়ানো লিপি ও তার সঙ্গীদেরকে বেশ কিছুদিন ধরেই নজরে রাখছিল পুলিশ। তারই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর সন্ধ্যায় লিপিসহ তার তিন সঙ্গীকে আটক করে পুলিশ। আটককৃত লিপির স্বামীকেও এই ব্যাপারে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হতে পারে বলে পুলিশের একটি সুত্র দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here