বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। ওমরাযাত্রী ভর্তি একটি বাসকে অন্য একটি ভারী যান ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। নিহতরা সবাই বিদেশী বলে জানা গেছে। সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহরটিতে একটি ব্যক্তিগতভাবে ভাড়া করা বাস ও একটি ভারী যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। বাসের আরোহীরা সবাই ওমরাহযাত্রী ছিলেন। তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক। আহত চারজনকে আল হামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
এই যাত্রীরা মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। স্থানীয় গণমাধ্যম আগুনে ভস্মিভূত হওয়া বাসটির ছবি প্রকাশ করেছে। এর আগেও সৌদি আরবে বড় ধরণের কয়েকটি দূর্ঘটনায় হজ ও ওমরাযাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটেছে।