ভারতের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাবের মালিথা (৪২) বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা তাকে অভিযান চালিয়ে চুয়াডাংগার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, বাংলাদেশী মোবাইল সিম ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। জাবের মালিথা ভারতের নদীয়ার কৃষ্ণগঞ্জ উপজেলার মেটেরী গ্রামের সাহার আলী মালিথার ছেলে। খালিশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেরিত এক ই-মেইল বার্তায় বলা হয় গয়াসপুর গ্রামের একটি পুকুরের ধারে জাবের মালিথা অবস্থান করছিল। এ খবর পেয়ে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির টহলদল সীমান্তের মেইন পিলার ৬৯ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া থেকে তাকে আটক করতে সমর্থ হয়। আটক জাবেরকে বুধবার দুপুরে মাদকদ্রব্য, মোবাইল এবং ভারতীয় পাসপোর্টসহ জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উল্লেখ্য, জাবের মালিথা সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন যাবত হেরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করে আসছে। এদিকে একই দিন জীবননগর উপজেলার উত্তর গয়েশপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।