বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে নিহত ২

0
39

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের গুলিতে দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মং ক্য ছা (৪৫) ও অং ছা মং (৫৫)। তারা দুজনই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ফাত্রাঝিরি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের সামনে জড়ো হতে থাকলে বিজিবি তাদের কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দিতে ফাঁকা গুলি ছুড়ে। এতে বিজিবির গুলিতে ঘটনাস্থলেই মং ক্য ছা (৪৫) মারা যান এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন অং ছা মং। পরে বিজিবি ও স্থানীয়রা আহতকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। কিভাবে মারা গেছে সেটা জানি না। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমদাত উল্লাহ মোহাম্মদ ওসমান ভোটগ্রহণ স্থগিত করলেও বিকেলে সময় শেষ হওয়ার পর ওই কেন্দ্রের ভোট গণনা শুরু করা হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ।  তিনি জানান, যেহেতু গণ্ডগোল ভোট কেন্দ্রের বাইরে হয়েছে তাই এটার সঙ্গে ভোট গণনা বন্ধ হওয়ার কোনও সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here