খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ৬ অক্টোবর (রবিবার) রাত ৮ টার সময় শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদ কতৃক গরিব, অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। মহালছড়ির হিন্দু সম্প্রদায়ের গরিব, অসহায় ও দরিদ্র প্রায় ১০০টি পরিবারে মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার উদ্দেশ্যে মহালছড়ির “দূর্গাপূজা উদযাপন পরিষদ ১৪২৬” এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। ।
বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণা কালী কালী মন্দিরের সভাপতি রতন কুমার শীল, পূজা উদযাপন পরিষদ ও মহালছড়ি বাজার কমিটির সভাপতি সুনীল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বিবেক দেবনাথ, লিটন দাশগুপ্ত, বিকাশ চৌধুরী, লিটন আচার্য্য, নন্দন দে, রিকু দেবনাথ, নিপু দে, দেবু সেন, রিপন ওঝা, হারাধন বণিক, ছোটন দে সহ উদযাপন কমিটির অন্যান্য সদস্যগণ।
কলিন ,মহালছড়ি প্রতিনিধি