দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি শিক্ষকদের ভূমিকা আছে: নওফেল

0
0

দেশের মানবসম্পদ উন্নয়নে বেসরকারি শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে মানবসম্পদ দরকার সেখানে বেসরকারি শিক্ষকদের ব্যাপক অবদান আছে। আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং জিডিপির প্রবৃদ্ধির আকার বৃদ্ধি পাচ্ছে সেজন্য তাদের ভূমিকা আছে। কারণ দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

বেসরকারি শিক্ষকরা অবসরের ভাতা পেতে কত সময় লাগে সে বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন জানিয়ে উপমন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পেতে দীর্ঘসূত্রিতা রোধে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে সচিবের কাছে জানতে চেয়েছেন এখনো কতটুকু দীর্ঘসূত্রিতা আছে। তিনি সুনির্দিষ্ট উত্তর জানতে চেয়েছেন। আমরা বিশ্বাস করি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। যারা ফান্ড নিয়ে বসে আছে তাদের ফান্ডও রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।এ সময় কর্মক্ষম জনগোষ্ঠী তৈরিতে শিক্ষকদের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সংরক্ষিত মহিলা আসনের এমপি তহমিনা বেগম বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা দিয়ে দেশ গঠনের কাজ শুরু করেছিলেন। তিনি বেঁচে থাকলে হয়ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যেতো।তিনি আরো বলেন, শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা সবার দাবি। অনেকেই অবসর ভাতা পাওয়ার আগেই মারা যান। তাই সেদিকে নজর রাখতে হবে।বাকবিশিস সভাপতি প্রফেসর মো: আব্দুর রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক সিরাজুল হক আলো, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: গোলাম ফারুক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here