ভিত্তিহীন খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন সংক্ষুব্ধদের মামলা করার ঘোষণা

0
65

 

যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শত্রæ তারাই যশোর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে।তিনি বলেন নির্বাচন আর দলের কাউন্সিল আসলেই মুখরোচক সংবাদ প্রকাশ করে দলের নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা করা হয়।
সমকালের ভিত্তিহীন খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা আওয়ামী পরিবার। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট খবরে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর নামে ‘মিথ্যা তথ্য’ উপস্থাপন করা হয়েছে, তাদের প্রত্যেকেই ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দেয়া হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাহীন চাকলাদার, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন এবং জেলা আওয়ামী লীগ সহ সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক। গত মঙ্গলবার (১ অক্টোবর) সমকালে প্রকাশিত ‘যশোরে ফের আলোচনায় শাহীন চাকলাদার’ শিরোনামের সংবাদে নানা মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ করা হয় এ সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাহীন চাকলাদার বলেন, ‘সমকালে প্রকাশিত সংবাদে পরিকল্পিতভাবে আমাকে এবং নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আক্রমণ করা হয়েছে। সামনে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে বিরোধীদলসহ দলে অনুপ্রবেশকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের জন্যে পরিকল্পিত ষড়যন্ত্র করছে।
শাহীন চাকলাদার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় এবং বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, কর্মসূচিতে সামনে থেকে অংশগ্রহণ করেছি। ৯৭ সালে আমি শহর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হই। ৯৮ সালে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ২০০২ সালে যশোর জেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছিলাম। এরপর তৃণমূলের সরাসরি ভোটে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আওয়ামী লীগের রাজনৈতিক পরিমন্ডলে আমার এবং আমার পরিবারের এ ভূমিকার কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ পারিবারিকভাবেই। আমার বড় ভাই আব্দুস সালাম চাকলাদারসহ পরিবারের ১১ জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে সরাসরি সক্রিয় অংশগ্রহণ করেছেন।’
শাহীন চাকলাদার আরও বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে যাওয়ার পর থেকে জননেত্রী শেখ হাসিনা যখন যে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন, রাজপথে থেকে নেতাকর্মী নিয়ে তা সফল করেছি। ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও তাÐব নেতাকর্মীদের সাথে নিয়ে রুখে দিয়েছি।
শাহীন চাকলাদার উল্লেখ করেন, সমকালের এখন যিনি ভারপ্রাপ্ত সম্পাদক, এক সময় তিনি যশোরের স্থানীয় এমপি কাজী নাবিল আহমেদের বাবা কাজী শাহেদ আহমেদের পত্রিকা আজকের কাগজের রিপোর্টার ছিলেন। এ কারণে প্রভাবিত হয়েও তিনি ওই সংবাদ প্রকাশ করতে পারেন বলে ইঙ্গিত দেন।
‘সংবাদে বলা হয়েছে, যশোরের রয়েল কমিউনিটি সেন্টারের জুয়ার আসরের ব্যাপারে। আমার সম্পাদনায় প্রকাশিত স্থানীয় দৈনিক সমাজের কথা’য় দু’বছর আগে ওই জুয়ার আসরের সংবাদ প্রকাশ হয়েছে। ওই জুয়ার দায়ভারও আমার কাঁধে চাপানো হয়েছে। সংবাদে জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনকে জামায়াতের সাবেক রোকন হিসেবে দেখানো হয়েছে। অথচ তিনি একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা। পাক হানদাররা তার মাথার দাম ঘোষণা করেছিল ২৫ হাজার টাকা। যুদ্ধপরবর্তী সময়ে তিনি বৃহত্তর যশোর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন, এখন তিনি জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি। আরেক সহ সভাপতি আব্দুল খালেক সম্পর্কে বলা হয়েছে, তিনি একাত্তরে মুক্তিযোদ্ধাদের বাড়ি পুড়িয়েছেন। আব্দুল খালেক ৭২ সালে এমএম কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর যশোরে গায়েবানা জানাজা আয়োজনের নেতৃত্ব দিয়েছেন এবং ৭৫ পরবর্তীতে তারা ব্যবসা প্রতিষ্ঠানটি ছিল আওয়ামী লীগের অফিস।
শাহীন চাকলাদার আরও বলেন, আমাদের পারিবারিক প্রতিষ্ঠান ‘জামান ফার্মেসী’ যশোর শহরে প্রতিষ্ঠিত ১৯৭৬ সালে। আমাদের বহুল পরিচিত প্রতিষ্ঠান ‘চাকলাদার পরিবহন’ ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। ১৯৮৪ সাল থেকে পাউবো, সড়ক বিভাগ, গণপূর্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক বড় বড় কাজ আমার ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে সম্পন্ন করেছে এবং করছে। ফলে পারিবারিকভাবেই আমরা অর্থবিত্তশালী। অথচ মাত্র ১১ বছরে আমার বিপুল অর্থবিত্ত হয়েছে বলে ওই সংবাদে দেখানোর অপচেষ্টা করা হয়েছে। সংবাদে তার হোটেল ভবন নিয়ে চটকদার তথ্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অথচ এ ব্যাপারে অভিযোগকারী কারো কোনো বক্তব্য নেই।
শাহীন চাকলাদার উল্লেখ করেন, সংবাদে ঢালাওভাবে দখলবাজি, মাদক, চোরাচালানসহ নানা কল্পিত অভিযোগ তুললেও তার কোনো তথ্য-উপাত্ত, কারো অভিযোগ বা কোনো ঘটনা নেই। ফলে বোঝাই যায়, পরিকল্পিতভাবে সম্মানহানি করতেই এসব মনগড়া বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ জন্য ওই সংবাদে সংক্ষুব্ধ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ওই পত্রিকার বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণ মামলা করবেন বলে তিনি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here