খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করেছেন বিএনপির সংসদ সদস্যরা। তাকে (খালেদা জিয়া) দেখে আসতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তারা। বুধবার (২ অক্টোবর) বিকালে ৪ জন সংসদ সদস্য বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর গোলাম মোহাম্মদ সিরাজ এমপি সাংবাদিকদের একথা জানান। চার সংসদ সদস্যরা হলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনে জিএম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
এমপি জিএম সিরাজ সাংবাদিকদের বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি নিজে একবার আসুন। আপনি দেখে যান আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রীকে। আপনার মানবিকবোধ জাগ্রত হবে, আপনার মায়া হবে। সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে আমাদের সবিনয়ে অনুরোধ আপনি আমাদের ম্যাডাম জিয়ার জামিনের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কি ম্যাডামের মুক্তি হবে? আজকে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিব্রতবোধ করেন তার জামিনের বিষয়ে। এখানে তো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চলে আসে। আসলে পলিটিক্যাল ডিসিশন ছাড়া তার মুক্ত হবে, এর সুরাহা হবে না।
খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন কিনা- প্রশ্ন করা হলে বগুড়া-৬ আসনের এ এমপি বলেন, চিকিৎসার ব্যাপারে ম্যাডামের বক্তব্য হল তিনি তো বাংলাদেশেই বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাই পাচ্ছেন না। যেখানে বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে যাবেন। সেটা তো আমাদের সিদ্ধান্ত নয়। সেটা ম্যাডামের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার এবং তার পরিবারের সিদ্ধান্তের ব্যাপার যে, তিনি দেশে চিকিৎসা নেবেন না কি বিদেশে চিকিৎসার জন্য যাবেন। আগে তো মুক্তির দরকার, আগে মুক্তির প্রয়োজন।
তিনি আরও বলেন, ম্যাডামের বক্তব্য হল- আমার সুচিকিৎসা হচ্ছে না, আমি বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলেছি। উনি ইউনাইটেডে বিশেষজ্ঞ নিজস্ব ডাক্তারের কথা বলেছেন। সেই বিশেষজ্ঞ ডাক্তারের সুযোগও দেয়া হয়নি। বিদেশ তো পরের কথা। লাগলে যাবেন বিদেশে।