লালমনিরহাট আদিতমারী উপজেলায় মন্দির কমিটির সম্পাদকের কাছে পাওয়ানা টাকার জের ধরে আসন্ন শারদীয় দুর্গাপুজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন মন্দির কমিটি।
বুধবার (২ অক্টোবর) সকালে আটককৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ঐ উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াইবাড়ী শ্রীশ্রী রাধা মন্দিরে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, ঐ ইউনিয়নের শমসের আলীর ছেলে নুরুল আলম পচা (৩০) ও একই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের জালাল উদ্দিন ভাটিয়ার ছেলে আব্দুল হাকিম(৩০)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ভাদাই ইউনিয়নের বড়াইবাড়ী শ্রী শ্রী রাধা মন্দিরে হিন্দুদের আসন্ন দুর্গাপুজার সনাতন ধর্মাবল্মীদের উৎসব পালন করার জন্য প্রতিমার সাজ সজ্জার কাজ চলছিল। এমন সময় গ্রেফতারকৃত নুরুল ও হাকিমের সেতৃত্বে ৭/৮ জন যুবক এসে মন্দির কমিটির সম্পাদক অমূল্য কুমার রায়ের কাছে পাওয়ানা টাকা চান। সম্পাদক অমুল্য কুমার এসময় তাদের পাওয়া টাকা দিয়ে পারবেনা বললে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এতে উত্তেজিত হয়ে আসামিদ্বয় মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করে। এ সময় মন্দিরে কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকের দল তাদেরকে দুজনকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
তবে মন্দির কমিটির লোকজন বলেছেন পাওয়ানা টাকা যদি পায় তার কাছে পাবে এ জন্য কি প্রতিমা ভাংচুর করবে তারা।
ঘটনা শুনার পর গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ও আদিতমারী থানার ওসি গটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি অমূল্য কুমার রায় বাদী হয়ে ধর্মীয় অনুভুতীতে আঘাত হানার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ভারঃ) ওসি তদন্ত সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ে করা হয়েছে এবং আসামীদেরকে জেলহাজতে প্রেরন করা হয়া হয়েছে।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এসএম শফিকুল ইসলাম জানান, যদি কেউ পাওযানা টাকা পেয়ে থাকে তবে তারা প্রতিমা ভাংচুর করতে পারেনা। এটা একটি রাষ্ট্রদ্রোহীতার শামিল।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি