গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন আহম্মেদের সোমবার (৩০ সেপ্টেম্বর) পদত্যাগের খবরে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেছেন। ভিসির পদত্যাগের দাবীতে টানা ১২ দিন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পর তিনি পদত্যাগ করলেন। ছাত্র আন্দোলনের মুখে একজন ভিসিকে পদত্যাগে বাধ্য হলো এমন কথা উল্লেখ করা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এ বিজয় গোটা দেশের ছাত্র সমাজের বিজয়। মিষ্টি বিতরণ করে শিক্ষার্থী ও শিক্ষকরা নেচে গেয়ে ভিসির পদত্যাগকে স্বাধুবাদ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়ার বহিস্কারের পর সমালোচনার মুখে পড়েন খোন্দকার নাসির উদ্দিন। এরপর গত ১৯ সেপ্টেম্বর থেকে আজ (সোমবার) টানা ১২ দিন ভিসির পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করেছিলেন। ভিসির পদত্যাগের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার বের হবে বিজয় মিছিল।