শান্তিরক্ষী মিশনে অবদানের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জাতিসংঘ মহাসচিবের

0
27

সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রোহিঙ্গা সমস্যাসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।

রোহিঙ্গা সমস্যা প্রধান আলোচ্য হলেও স্থানীয় ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলাপ করেন গুতেরেস। এসময় গুতেরেস বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জানান, এই সঙ্কট নিরসনে তার সঙ্গঠন সবসময়ই বাংলাদেশকে সমর্থন করে এসেছে। ভবিষ্যতেও এই সমর্থন বজায় রাখা হবে। জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিপুল অবদান রাখায় বাংলাদেশ ও দেশের সামরিক বাহিনীর আকুণ্ঠ প্রশংসা করেন। গুতেরেসে বিশ^ শান্তি আনয়নে প্রাণ দেয়া বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে সাধারণ পরিষদে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা দেশের অর্থনীতির উপর বিরাট চাপ তৈরী করলেও বাংলাদেশ নিজেকে উন্নয়নের যাদুকরি স্তরে নিয়ে গেচে। রোহিঙ্গা সমস্যার সমাধানে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন তিনি। এছাড়াও শেখ হাসিনা এই সঙ্কট সমাধানে বৈশ্বিক সহায়তাও কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here