বারি’তে দক্ষিণাঞ্চলে চাষোপযোগী উচ্চমূল্যের ফসল বাছাইকরণে কর্মশালা অনুষ্ঠিত

0
0

দেশের দক্ষিণাঞ্চলে চাষোপযোগী উচ্চমূল্যের ফসল বাছাইকরণের লক্ষ্যে ‘গবেষণা পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা ২০১৯’ রবিবার গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এ কর্মশালার উদ্বোধন করেন।

বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. হাবিবুর রহমান শেখ-এর সভাপতিত্বে সোমনার কক্ষের এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের পরিচালক ড. মো. আব্দুল ওহাব, ড. বাবু লাল নাগ ও ড. মো. মিয়ারুদ্দীন এবং প্রকল্পের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা ড. ক্রেইগ মেইজন্যার। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বারি’র বীজ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পটির কম্পোনেন্ট কো-অর্ডিনেটর ড. অপূর্ব কান্তি চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পটির ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ কে এম কামরুজ্জামান। কর্মশালায় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ইফাদ’র অর্থায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) বারি কম্পোনেন্ট এর আওতায় এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

বারি মহাপরিচালক বলেন, প্রকল্পের আওতায় দক্ষিণ অঞ্চলের ১১টি জেলার ৩০ উপজেলায় ব্যপক পরিধি নিয়ে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রযুক্তি চিহ্নিত করে দক্ষিণ অঞ্চলের জন্য চাষ উপযোগী ফসল আমাদেরকে নির্বাচন করতে হবে। এতে দেশের প্রান্তিক কৃষকেরা লাভবান হবেন এবং ওই অঞ্চলে উচ্চ মূল্যের ফসলের চাষ বৃদ্ধি পাবে।

আয়োজকরা জানান, এ প্রকল্পের আওতায় দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৩০টি উপজেলায় চাষোপযোগী উচ্চমূল্যের ফসল নির্বাচনে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রবিবারের কর্মশালায় প্রকল্পের বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং আগামী বছরের কর্মকা- পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পটির উপর মুক্ত আলোচনা এবং দলগত আলোচনায় অংশগ্রহণ করেন।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here