সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অথচ উদাসীনতায় ধ্বংস হচ্ছে ঐতিহ্যবাহী খুলনার পাইকগাছা উপজেলায় কপিলমুনির ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি)। প্রতিষ্ঠানের চিত্র বলে দিচ্ছে এর কার্যক্রম। নাম মাত্র মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কার্যক্রম। ক্লাবের কর্মকর্তাদের উদাসীনতা, দীর্ঘদিন এককভাবে ক্ষমতা ধরে রাখার কৌশলের কাছে হার মেনেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটির সকল কার্যক্রম। এলাকার সচেতন মানুষ তাদের ছেলে-মেয়েদের সময় উপযোগী খেলোয়াড় হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিল তা এখন দুস্বপ্নে পরিনণত হয়েছে। স্থানীয়দের দাবী পহেলা বৈশাখ পালন করা ছাড়া আর কোনো কার্যক্রম চোখে পড়েনা।
মেয়াদোত্তীর্ণ কমিটি নতুন কমিটি গঠনে অনিহা অধিকাংশ সদস্যের। কারন হিসেবে সদস্যরা কমিটির দায়ীত্বে থাকা কর্তাব্যক্তিদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন। নাম না প্রকাশে কয়েক জন সদস্য জানান, ইচ্ছে মতন কর্মকান্ড, বিগত কয়েক বছর বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করেও ফাইনাল না খেলা, মাসিক মিটিং সহ কোনো প্রকার মিটিং না করায় মুখথুবড়ে পড়েছে ক্লাবটির সকল কার্যক্রম। প্রতিষ্ঠানটির কার্যলয়টি বেদখল হওয়ার উপক্রম হয়েছে। কাঠ ব্যাবসীরা কার্যলয়ের বারান্দা দখল করে কাঠের ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। কার্যলয়ের ঘরে ও বারান্দায় বর্ষায় হাঠু পানি। বাসা বেঁধেছে কীঁটপঙ্গ।
জানাযায়, ১৯৯০সালের ১৭ই সেপ্টেম্বর স্থানীয় কিছু ক্রিড়ানুরাগীর আন্তরীকতায় তৎকালিন ইউপি চেয়ারম্যান সরদার রোকন উদ্দিনের অনুমতিক্রমে ইউনিয়ন পরিষদের নিচতলায় প্রতিষ্ঠিত হয় কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি)। ক্লাবটি উদ্বোধন করেন তৎকালিন উপজেলা চেয়ারম্যান সম বাবর আলী। কেকেএসপির প্রতিষ্ঠাকালিন সভাপতি নির্বাচিত হন ব্যাংক কর্মকর্তা শেখ আ. রশিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম বুলবুল আহমদ। ১৯৯২ সালে তৎকালিন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মিহির কান্তি মজুমদারের সময় বর্তমান পুলিশ ফাঁড়ির পাশে জমি নিয়ে ক্লাবটির স্থায়ী কার্যলয় নির্মাণ করা হয়। ক্লাবটির প্রতিষ্ঠাতাকালিন সভাপতি শেখ আ. রশিদ বলেন, ক্লাবটি প্রতিষ্ঠার পর আমরা সংগঠনের সকল সদস্যের সাথে নিয়ে বিভিন্ন খেলার টুর্নামেন্টের আয়োজন করি। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল, মহিলা ভলিবল টুর্নামেন্টের আয়োজন, কপোতাক্ষ নদে নৌকা বাইচ, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা। তিনি আরো বলেন, আমরাই প্রথম কপিলমুনি আশপাশের ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের একসাথে কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংর্বধনা দেই। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইকবাল খোকন বলেন, নতুন কমিটি করার জন্য কয়েকবার চেষ্টা করেও বিভিন্ন কারনে শেষ নামাতে পারেনি। বর্তমান সাধারণ সম্পাদক এম আজাদ হোসেন বলেন, মাটি ভরাটে বাজার উঁচু হওয়ায় বর্ষায় ক্লাব ঘরে পানি ঢুকেছে। দ্বায়িত্ব নেওয়ার পূর্বে ঘরে কোনো আসবাপত্র, চেয়ার ও টেবিল ছিল না। চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাপত্রের ব্যবস্থা করেছি। সরকারি কোনো অনুদান না পাওয়ায় উন্নয়ন ব্যাহত হচ্ছে।