স্পিরিট মেশানো পানীয় পানে ৬ জনের মৃত্যু

0
0
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্পিরিট (নেশা বাড়ানোর জন্য) মেশানো কোমল পানীয় পান করে ছয়জন মারা গেছেন। শুক্রবার সকাল থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার বসুরহাট পান বাজারসংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে একে একে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড বাঁশ ব্যাপারীবাড়ির মৃত ইছাহক মিয়ার ছেলে নুরনবী মানিক (৫২), একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে লিটন (৫০), খিরুদ মহাজন বাড়ির মৃত অনিল কুমার দের ছেলে রবি লাল (৫৫), সিরাজপুর ৫নং ওয়ার্ডের মতলব মিয়ার বাড়ির মৃত রইসল হকের ছেলে সবুজ (৪৫), একই এলাকার ২নং ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকার মহিন উদ্দিন ড্রাইভার (৪০) ও চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবদুল আজিজের ছেলে আবদুল খালেক (৬৫)।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ ও তার ছেলে প্রিয়মকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার সকালে স্পিরিট পান করে আবদুল খালেক, সবুজ ও মহিন উদ্দিনের মৃত্যু হলে পরিবারের সদস্যরা তাদের দাফন সম্পন্ন করেন। অপরদিকে নুরনবী মানিক, রবি লাল ও লিটন স্পিরিট পান করে অসুস্থ হয়ে শুক্রবার রাতে মারা গেলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, হোমিও ব্যবসায়ী জাহিদ ও তার ছেলে প্রিয়ম দীর্ঘদিন ধরে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছেন। আগের মতোই মাদকসেবীরা নেশা করার জন্য তাদের কাছ থেকে স্পিরিট নিয়ে সেবন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here