নীলফামারীর সৈয়দপুরে পৃথক ঘটনায় শিশু ও যুবক সহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ও বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ,নিহত যুবকের নাম জয়দেব রায় (৩০)। তিনি জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের আরাজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের ছেলে। অপর নিহত শিশুর নাম ফেরদৌস (৮)। সে উপজেলা শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর বিহারি ক্যাম্পের শাহাজাদা সাজ্জাদের ছেলে।
শিশুটির বাবা শাহাজাদা সাজ্জাদ জানান, গত বুধবার সকালে বৃষ্টির পানিতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ফেরদৌস। এরপর বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সৈয়দপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বুধবার রাত ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া এলাকায় সড়কের ধারে আহত অবস্থায় জয়দেব রায়কে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চিকিৎসক কামাল হোসেন জানান, নিহত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। কোনও দুর্ঘটনায় তিনি আহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, ‘যুবক জয়দেবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারন। তবে পানিতে পড়ে মৃত্যু হওয়া শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।