যুবলীগ নেতা খালেদ আরও ১০ দিনের রিমান্ডে

0
0

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দশ দিনের রিমন্ডে পাঠিয়েছে আদালত।

এই দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার ঢাকার হাকিম আদালতে হাজির করে দুই মামলায় আরও দশ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন।

শুনানি শেষে মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ডে নিয়ে খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান। অন্যদিকে খালেদের পক্ষে এর বিরোধিতা করেন আইনজীবী মাহমুদুল হক।

শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করে আসামিকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন।র‌্যাব-৩ এর অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল জানান, আদালতে রিমান্ড শুনানি শেষে খালেদকে রুটিন চেকআপের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হয়। পরে তাকে আবার র‌্যাব হেফাজতে নেওয়া হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here