মিরসরাইয়ে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উক্ত আয়োজনে প্রশিক্ষণে বারইয়ারহাট পৌরসভার ৬৪ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে ভিডিপি সদস্য ফজলুল করিমের উপস্থাপনায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা আবুল হাসান ভূঁইয়া।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আনসার-ভিডিপি প্রশিক্ষক নুর হোসাইন পিন্টু, প্রশিক্ষিকা শাহেনা আক্তার, আনসার সদস্য ইয়াকুব আলী, ভিডিপি সদস্য মোঃ রিপন, ইসমত আরা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন অতিথিবৃন্দ।
আকতার হোসেন মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি