বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

0
19

এবার গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক শাহিন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার রাতে রেজিস্ট্রারের কার্যালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন এই শিক্ষক।

পদত্যাগপত্রে নাজমুল হক উল্লেখ করেছেন, আমি ড. মো. নাজমুল হক, সহকারী অধ্যাপক, কৃষি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল বডির সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছিলেন সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির।এদিকে বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে তারা।

ভিসির পদত্যাগের দাবিতে আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান বরাবর একটি আবেদন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। সে লক্ষ্যে সকাল থেকেই ওই আবেদনপত্রে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।এদিকে আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের।এ ছাড়া ইউজিসি গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল বুধবার বিকাল থেকে এ ঘটনার তদন্তকাজ শুরু করেছে। আজ দুপুর পর্যন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শেষ করে ঢাকা ফিরবেন বলে জানানো হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী এ বাক্যটি ফেসবুকে পোস্ট করার পর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও দ্য ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে নিজের কক্ষে নিয়ে অশোভন ভাষায় কথা বলেন উপাচার্য। তাঁদের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে যায়।

সেখানে উপাচার্যকে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজ কী? ফাজিল কোথাকার! বিশ্ববিদ্যালয়ের কাজ কী, তুমি জান না? বিশ্ববিদ্যালয়ের কাজ তোমাদের মতো বেয়াদব তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের কাজ কী, তোর আব্বার কাছে শুনিস। গেছে বিশ্ববিদ্যালয়ে কোনোদিন? উপাচার্য বলছিলেন, আমি খুলছি বলেই তো তোর চান্স হইছে। না হলে তো তুই রাস্তা দিয়া ঘুরে বেড়াতি। বেয়াদব ছেলেমেয়ে।

অডিও ফাঁসের পর জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে অবৈধ, অমানবিক, স্বাধীন মতপ্রকাশের প্রতিবন্ধক ও সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। এরপর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন জিনিয়া।দুদিন বাদেই কর্তৃপক্ষ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এর আগেও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে ফেসবুকে পোস্ট করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর ১৭ সেপ্টেম্বর রাতেই ভিসিবিরোধী আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপর গভীর রাতে একটি অফিস আদেশ আসে, যেখানে ১৪ দফা মেনে নেওয়ার কথা বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই অফিস আদেশ আমলে না নিয়ে ১৮ সেপ্টেম্বর সকাল থেকে আবার ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে, যা আজও অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here