নিরাশার আশা☘️
আমি তো বেঁচে আছি জীবন্মৃত হয়ে,
কখনো আনন্দে,কখনো বা ভয়ে।
তোমাকে কি দেব আমি,আমিযে ছায়া,
তবুও তো ভাল বাসি,করছি মায়া।
সবাই কি আমার মত,নিঃস্ব ,নিথর,
তবুও ভালোবাসি,যদিও পাথর।
মনে মনে যৌবনা,আসলে কি তাই,
ক্লান্ত দেহটা নিয়ে তাড়িয়ে বেড়াই।
হাত বাড়িয়ে দেখবে কি আমার পানে,
তবে যদি শান্তি পাই একটু মনে।
আমি জানিনা,ভালোবাসা বলে কিছু আছে কিনা-
তারপরেও বোকার মত ভালোবেসে যাই,
হৃদয়ের ভালোবাসা,পথেই হারাই।
কখনো কি চাঁদের আলোয় করেছ স্নান
না না,এসব স্মৃতি,এসবই ম্লান।
জানালার পাশে বসে বৃষ্টি দেখা
মুখে মোর প্রশান্তির তৃপ্ত রেখা।
কবেকার এই স্মৃতি গুলো এখনও ভাবি
যদিওবা এসব ই ভুল,সব ই ছবি।
তোমাকে পাবার এক তীব্র নেশা,
নিরাশা গুলো ধীরে ধীরে হচ্ছে আশা।
আমার নিরাশা নিয়ে ছুটছি তোমার পানে
কখনো বা কবিতায়,কখনো গানে।
সেদিন কথা হবে হাতে রেখে হাত,
ভালোবেসেই যাবো দুজন সকাল থেকে রাত।
আমি এখনও জানিনা ভালোবাসা কি,
তবুও ভালোবেসেই যাবো,
সাড়া দেবে কি?
??তানিয়া তাজ